ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডাচদের হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পরেন পেসার তাসকিন আহম্মেদ। এদিকে, জয়ের ধারায় ফিরতে চায় নেদারল্যান্ডসও।

ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এদিকে, দিনের প্রথম ম্যাচে বেলা ১১টায় নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভালো কিছু করার আভাস দেয় বাংলাদেশ। কিন্তু ফলাফল উল্টো। পরে একটানা চার ম্যাচে হার। ইংল্যান্ড-ভারত-দক্ষিণ আফ্রিকার সাথে রীতিমতো নাকানাচুবানি খেয়েছে টাইগাররা।

দলের পাশাপাশি ক্যারিয়ারের সবচে বাজে সময় পার করছেন অধিনায়ক সাকিব আল হাসান। ফর্মে ফিরতে ছোটবেলার কোচ ফাহিমের টোটকা নিতে দেশে এসেছিলেন তিনি। এতে সমালোচনাও হয়েছে বেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই এলো সে প্রসঙ্গ।

টানা চার ম্যাচ হেরে টেবিলের নিচের দিকে অবস্থান করলেও এখনও সেমির স্বপ্ন দেখছে বাংলাদেশ। দুঃসময় পেছনে ফেলে এই ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগরারা।

কাঁধের চোট নিয়ে প্রথম তিন ম্যাচ খেললেও ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিলেন না পেসার তাসকিন। তবে আবারও মাঠে ফিরতে প্রস্তুত তিনি।

এদিকে, টেবিলে বাংলাদেশেরও নিচে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখিয়েছে ডাচরা। টাইগারদের বিপক্ষেও এমন কিছু করতে চায় তারা।

ওয়ানডে ফরম্যাটে দু’দলের তৃতীয় লড়াই এটি। আগের দুই লড়াইয়ের মধ্যে ১টি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। আজ নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী  সহ-অবস্থানে  থাকলেও বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ২০১০ সালে গ্লাসগোতে প্রথম দেখায় নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেট হারের লজ্জা পেয়েছিলো টাইগাররা।

এদিকে, দিনের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে শুরুটা খারাপ হলেও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ জিতে সেমির লড়াইয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিউইদের বিপক্ষেও একই ধারায় থাকতে চায় প্যাট কামিন্সের দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাচদের হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

আপডেট টাইম : ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পরেন পেসার তাসকিন আহম্মেদ। এদিকে, জয়ের ধারায় ফিরতে চায় নেদারল্যান্ডসও।

ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এদিকে, দিনের প্রথম ম্যাচে বেলা ১১টায় নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভালো কিছু করার আভাস দেয় বাংলাদেশ। কিন্তু ফলাফল উল্টো। পরে একটানা চার ম্যাচে হার। ইংল্যান্ড-ভারত-দক্ষিণ আফ্রিকার সাথে রীতিমতো নাকানাচুবানি খেয়েছে টাইগাররা।

দলের পাশাপাশি ক্যারিয়ারের সবচে বাজে সময় পার করছেন অধিনায়ক সাকিব আল হাসান। ফর্মে ফিরতে ছোটবেলার কোচ ফাহিমের টোটকা নিতে দেশে এসেছিলেন তিনি। এতে সমালোচনাও হয়েছে বেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই এলো সে প্রসঙ্গ।

টানা চার ম্যাচ হেরে টেবিলের নিচের দিকে অবস্থান করলেও এখনও সেমির স্বপ্ন দেখছে বাংলাদেশ। দুঃসময় পেছনে ফেলে এই ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগরারা।

কাঁধের চোট নিয়ে প্রথম তিন ম্যাচ খেললেও ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিলেন না পেসার তাসকিন। তবে আবারও মাঠে ফিরতে প্রস্তুত তিনি।

এদিকে, টেবিলে বাংলাদেশেরও নিচে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখিয়েছে ডাচরা। টাইগারদের বিপক্ষেও এমন কিছু করতে চায় তারা।

ওয়ানডে ফরম্যাটে দু’দলের তৃতীয় লড়াই এটি। আগের দুই লড়াইয়ের মধ্যে ১টি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। আজ নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী  সহ-অবস্থানে  থাকলেও বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ২০১০ সালে গ্লাসগোতে প্রথম দেখায় নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেট হারের লজ্জা পেয়েছিলো টাইগাররা।

এদিকে, দিনের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে শুরুটা খারাপ হলেও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ জিতে সেমির লড়াইয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিউইদের বিপক্ষেও একই ধারায় থাকতে চায় প্যাট কামিন্সের দল।