ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে যাচ্ছেন পাপন, জয়ে ফিরবে তো বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • ১১৮ বার

দেশে কিংবা দেশের বাইরে যেখানেই বাংলাদেশ দল খেলুক, সময় পেলেই মাঠে ছুটে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ দেখতে যাননি দেশের ক্রিকেটের এই শীর্ষ কর্তা।

জানা গেছে, জানুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের কারণে নিজ এলাকায় কাজেই ব্যস্ত সময় কাটছে পাপনের। তবে নির্বাচনী ব্যস্ততার মধ্যেও বাংলাদেশের ম্যাচ দেখতে আগামীকাল শুক্রবার ভারতে যাবেন বিসিবি বস। কলকাতায় ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি।

দেশের প্রথমসারির এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী, এই দুই ম্যাচ দেখতে কাল কলকাতা যাচ্ছেন বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তা।

এদিকে গতকাল বুধবার সকালে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। জরুরী কাজ শেষে আজ আবার ভারতে গেছেন বাংলাদেশ অধিনায়ক। রাতে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

হঠাৎ কি এমন ব্যস্ততা যে, বিশ্বকাপের মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব? অধিনায়কের দেশে ফেরার খবরে ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। দুপুরের দিকে জট খুলেছে সেই রহস্যের। রান খরায় ভুগতে থাকা সাকিব মূলত ব্যাটিং নিয়ে কাজ করতেই ঢাকায় এসেছিলেন।

চলমান বিশ্বকাপ মিশন জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ দল। তবে এরপরই ছন্দপতন হয় টাইগারদের। একে একে টানা চার ম্যাচ হারে সাকিব আল হাসানের দল। এতে সেমিফাইনালের আশা যেমন ক্ষীণ হয় তেমনি পয়েন্ট টেবিলের তলানীতে নামে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতে যাচ্ছেন পাপন, জয়ে ফিরবে তো বাংলাদেশ

আপডেট টাইম : ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

দেশে কিংবা দেশের বাইরে যেখানেই বাংলাদেশ দল খেলুক, সময় পেলেই মাঠে ছুটে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ দেখতে যাননি দেশের ক্রিকেটের এই শীর্ষ কর্তা।

জানা গেছে, জানুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের কারণে নিজ এলাকায় কাজেই ব্যস্ত সময় কাটছে পাপনের। তবে নির্বাচনী ব্যস্ততার মধ্যেও বাংলাদেশের ম্যাচ দেখতে আগামীকাল শুক্রবার ভারতে যাবেন বিসিবি বস। কলকাতায় ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি।

দেশের প্রথমসারির এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী, এই দুই ম্যাচ দেখতে কাল কলকাতা যাচ্ছেন বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তা।

এদিকে গতকাল বুধবার সকালে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। জরুরী কাজ শেষে আজ আবার ভারতে গেছেন বাংলাদেশ অধিনায়ক। রাতে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

হঠাৎ কি এমন ব্যস্ততা যে, বিশ্বকাপের মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব? অধিনায়কের দেশে ফেরার খবরে ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। দুপুরের দিকে জট খুলেছে সেই রহস্যের। রান খরায় ভুগতে থাকা সাকিব মূলত ব্যাটিং নিয়ে কাজ করতেই ঢাকায় এসেছিলেন।

চলমান বিশ্বকাপ মিশন জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ দল। তবে এরপরই ছন্দপতন হয় টাইগারদের। একে একে টানা চার ম্যাচ হারে সাকিব আল হাসানের দল। এতে সেমিফাইনালের আশা যেমন ক্ষীণ হয় তেমনি পয়েন্ট টেবিলের তলানীতে নামে বাংলাদেশ।