হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন মাহমুদউল্লাহ। দলের বিপদের ‘কান্ডারী’ হিসেবেই পরিচিত এই ক্রিকেটার। অনেক ম্যাচেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তবে নিজের সামর্থ্য অনুযায়ী মাহমুদউল্লাহ সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক।
চলমান বিশ্বকাপেও মাহমুদউল্লাহর দলে থাকার কথা ছিলো না। তবে সুযোগ পেয়ে যান। আর এই সুযোগই কড়ায়-গণ্ডায় কাজে লাগিয়েছেন এই ডানহাতি। আসরে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের পক্ষে সেরা ব্যাটার। এখন পর্যন্ত তিন ইনিংস খেলে তার রানসংখ্যা যথাক্রমে ৪১*, ৪৬ ও ১১১।
তবে প্রশ্ন উঠেছে মাহমুদউল্লাহর পজিশন নিয়ে। চলতি বিশ্বকাপে এই ক্রিকেটার ব্যাট করছেন ছয়, সাত ও আট নম্বর পজিশনে। এ নিয়েই আক্ষেপ করেছেন মিসবাহ। তার মতে, মাহমুদউল্লাহর সামর্থ্যের পুরোটা ব্যবহার করতে পারছে না বাংলাদেশ দল। তার আরও ওপরে ব্যাট করার কথা।
পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে মিসবাহ বলেন, ‘অসাধারণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপেও মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি করেছিল। আজ (গতকাল) পেসের বিপক্ষে মাহমুদউল্লাহকে বেশ গোছানো মনে হয়েছে। এটি বিশ্বকাপে তার তৃতীয় সেঞ্চুরি। সব কটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে করেছে। আগেও বলেছি বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।’
মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারে শতক চারটি। সব কটিই আইসিসির বড় টুর্নামেন্টে। একটি ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। বাকি তিনটি বিশ্বকাপে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে শতক করেছিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
মিসবাহর ভাষ্য, ‘সাত নম্বরে নামার আগে ম্যাচ প্রায় শেষ হয়ে যায়। এমন দারুণ ফর্মে থাকলে আমার মতে তাকে আরও ওপরে ব্যবহার করা উচিত। যেভাবে আজকে শট খেলছে, পিকআপ শট, এক্সট্রা কাভারের ওপর ছক্কা, মাহমুদউল্লাহ পরিপূর্ণ আর অভিজ্ঞ একজন ব্যাটসম্যান।’