হাওর বার্তা ডেস্কঃ ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বছরে ছুটি মোট ২২ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে শুক্রবার পড়েছে দুইদিন।
সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
চলতি বছর ২০২৩ সালেও ২২ দিন সরকারি ছুটির তালিকা রয়েছে।
এর মধ্যে শুক্র-শনিবার আটদিন।