ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মদনে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • ১৫২ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নেত্রকোণা মদনে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

দেবী আসার ঘন্টা বেজেছে মহালয়ার দিন (১৫ অক্টোবর) থেকেই। সনাতন ধর্ম মতে যত দুঃখ-কষ্ট, বাধা-বিঘ্ন, ভয়, শোক-দুঃখ, কষ জ্বালা, যন্ত্রণা এসব থেকে ভক্তকে রক্ষা করেন দেবী দুর্গা।

এ বছর ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে। দশমীর দিন বিদায় নেবেন একই বাহনে।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিটে কল্পারস্ত ও বিহিত পূজার মাধ্যমে শুরু হবে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

আগামী শনিবার (২১অক্টোবর) মহাসপ্তমী। রোববার (২২ অক্টোবর) অষ্টমী, সোমবার (২৩ অক্টোবর) মহানবমী ও মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমীর মাধ্যমে বিদায় নেবেন দুর্গা দেবী।

এদিকে পূজাকে আনন্দমুখর করে তুলতে প্রতিটি পুজা মন্ডপে বর্ণাঢ্য প্রস্ততি ইতোমধ্যেই শেষ হয়েছে। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল, কাঁসা এবং শংখ আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন পূজা মন্ডপ।

মদন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন কুমার পাল জানান, উপজেলা ও পৌরসভার এ বছর ১৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাসমারোহে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সবকয়েকটি মন্ডপেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিমান কুমার বৈশ্য জানান,দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব।

অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে এ বছরের দুর্গাপূজা অনুষ্ঠানে জন্য আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্ততি প্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা ও পৌরসভায় মোট ১৬টি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শারদীয় দুর্গা উৎসবকে সম্পন্ন করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা গেলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চ্যাম্পিয়নস ট্রফিতে একসাথে সাকিব-তামিম

মদনে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু

আপডেট টাইম : ১২:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নেত্রকোণা মদনে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

দেবী আসার ঘন্টা বেজেছে মহালয়ার দিন (১৫ অক্টোবর) থেকেই। সনাতন ধর্ম মতে যত দুঃখ-কষ্ট, বাধা-বিঘ্ন, ভয়, শোক-দুঃখ, কষ জ্বালা, যন্ত্রণা এসব থেকে ভক্তকে রক্ষা করেন দেবী দুর্গা।

এ বছর ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে। দশমীর দিন বিদায় নেবেন একই বাহনে।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিটে কল্পারস্ত ও বিহিত পূজার মাধ্যমে শুরু হবে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

আগামী শনিবার (২১অক্টোবর) মহাসপ্তমী। রোববার (২২ অক্টোবর) অষ্টমী, সোমবার (২৩ অক্টোবর) মহানবমী ও মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমীর মাধ্যমে বিদায় নেবেন দুর্গা দেবী।

এদিকে পূজাকে আনন্দমুখর করে তুলতে প্রতিটি পুজা মন্ডপে বর্ণাঢ্য প্রস্ততি ইতোমধ্যেই শেষ হয়েছে। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল, কাঁসা এবং শংখ আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন পূজা মন্ডপ।

মদন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন কুমার পাল জানান, উপজেলা ও পৌরসভার এ বছর ১৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাসমারোহে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সবকয়েকটি মন্ডপেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিমান কুমার বৈশ্য জানান,দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব।

অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে এ বছরের দুর্গাপূজা অনুষ্ঠানে জন্য আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্ততি প্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা ও পৌরসভায় মোট ১৬টি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শারদীয় দুর্গা উৎসবকে সম্পন্ন করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা গেলো।