হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরেই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। এই সফরের জন্য আগেই দল ঘোষণা করেছিল পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন নিয়মিত খেলোয়াড়দের সবাই। তবে এই সিরিজেও দলে ফেরা হয়নি অভিজ্ঞ সালমা খাতুন, জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তার।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ২৫, ২৭ এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানি।