ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ইটনা উপজেলার ধনু নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী ধনু নদীর ধনপুর অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস।
অভিযানে ৩০ টি চায়না দুয়ারী জাল ও ১২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২লক্ষ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইটনা থানার এএসআই লুৎফর রহমান, পুলিশ সদস্য রনি, মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।