মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়ায়, বুলবুল ও আরজু মিয়া নামের দুই খামারির প্রায় দেড় হাজার হাঁস বিষয় প্রযোগে মেরে ফেলার অভিযোগ উঠেছে নূর আহম্মেদের (৩০) বিরুদ্ধে। খামারি বুলবুল মিয়ার পিতা মৃত শাহ নেওয়াজ এবং আরজু মিয়া একই বাড়ির মৃত শহীদ মিয়ার ছেলে।
সোমবার (১৬ অক্টোবর) সকালে সরজমিনে গেলে আরজু মিয়া জানান, আমারা প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নিজ খামারের প্রায় ১হাজার ৪শত ৫০টি হাঁস খোড়ার থেকে পার্শ্ববর্তী বাড়ি পিছনে পতিত ভিটায় নিয়ে যাই।
কিছু সময় পর দেখা যায়, হাঁসের পাল থেকে প্রায় ৫শত হাঁস চটপট করে মারা যাচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতেই সবগুলো হাঁসই মারা যায়। এ খবর আশেপাশে ছড়িয়ে পড়লে এ দৃশ্য দেখাতে এলাকার শত শত নারী-পুরুষ ঘটনা স্থলে এসে জড়ো হয়।
ক্ষতিগ্রস্থ খামারিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একই বাড়ীর শামছুদ্দীনের ছেলে নূর আহমদ পরিকল্পিত ভাবে খাদ্যের সাথে বিষ মিশিয়ে হাঁসের খোয়াড়ে রাতের অন্ধকারে বিষ ছিটিয়ে রাখেন। তার দেয়া বিষ খেয়ে হাঁস গুলো মাড়া গেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবাল জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ করে প্রশাসনের সহযোগিতায় মৃত হাঁসগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা ল্যাবে পাঠানো হলে, মৃত্যুর সঠিক কারণ উদঘাটিত হবে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, বিষ প্রয়োগে হাঁস মেরে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।