রোববার ভারতের পুনেতে হোটেলের নিরাপত্তাকর্মীদের দিয়ে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দিয়েছিলেন লিটন দাস। প্রচুর সমালোচনা শুরু হলে সোমবার সকালে ফেসবুকে সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই বিষয়ে এবার দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে, লিটনের ঘটনাটি অপ্রত্যাশিত। সোমবার খালেদ মাহমুদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে লিটনের প্রসঙ্গ উঠে অবধারিতভাবে। এ সময় তিনি জানান, লিটনের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি ভালোভাবে নেয়নি। সুজন বলেছেন, ‘আমরা দুঃখিত। আমাদের সবার কাছেই এটা অপ্রত্যাশিত। এরকম লিটন কীভাবে বললো। লিটনের সঙ্গে সোমবার সকালেও আমি কথা বলেছি।’ সুজনকে লিটন জানিয়েছেন যে, তিনি অস্বস্তিতে থাকার কারণেই এমনটা হয়ে গেছে, ‘‘সে বলেছে, ‘আমি কোনোভাবে কাউকে ছোট করতে চাইনি। আসলে আমার ভুল হয়েছে, আমি অস্বস্তিতে ছিলাম, ক্যামেরা মুখের সামনে নিয়ে এসেছে বারবার।’’ লিটনের দুঃখ প্রকাশের কথা জানিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘আমার মনে হয় লিটন তার ফেসবুক পেজে একটা সরি বলেছে। এটা ইচ্ছে করে করা নয়। হয়তোবা আপনাদেরকে বের করে দিয়েছে। এই কথাটা ও (লিটন) বলেনি কখনো। সে অস্বস্তির মধ্যে ছিল এটাই সিকিউরিটিকে জানিয়েছে। সিকিউরিটি আপনাদের কীভাবে বলেছে, আমি জানি না।’ টিম ডিরেক্টর সুজন সংবাদকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেছেন, ‘আপনারা দূর থেকে এসেছেন কষ্ট করে, আমাদের দেশের জন্য লজ্জাজনক একটা বিষয়। আমরা সবসময় আপনাদের উৎসাহিত করি, ছবি তোলেন, ভিডিও করেন।’ ঘটনাটা গত রোববারের। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ দল এখন পুনেতে অবস্থান করছে। এই ভেন্যুতে ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে তাদের ম্যাচ। তার আগে তিন দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। যে যার মতো ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ জিম, সুইমিং করেছেন। কেউ আবার শহরের এদিক ওদিক উপভোগ্য সময় কাটাচ্ছেন। টানা দুই ম্যাচে হারের গ্লানি ভুলে প্রত্যেকে হাসিখুশিই ছিলেন। ব্যতিক্রম ছিলেন কেবল লিটন। ক্রিকেটারদের আসা-যাওয়ার ফাঁকে গণমাধ্যমকর্মীরা নিজেদের কাজও সেরে নিচ্ছিলেন, কাউকে বিরক্ত করা ছাড়া। হোটেলের স্টাফরাও ছিলেন বেশ সাবলীল। কিন্তু আকস্মিকভাবেই সংবাদকর্মীদের কাজে বাধা হয়ে দাঁড়ান লিটন! গাড়িতে উঠার আগে একজন নিরাপত্তাকর্মীকে ডাক দিয়ে লিটন বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠেন, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’ ওখানেই লিটন থামেননি। ভেতরে থাকা ম্যানেজারকে ডেকে আনেন। লিটনের এই প্রতিক্রিয়ার পর নিরাপত্তাকর্মী সাংবাদিকদের কাছে এসে বিনয়ের সঙ্গে বলেন, ‘আপনাদের খেলোয়াড় অভিযোগ তুলেছেন। আপনাদের বেরিয়ে যেতে হবে।’ কী অভিযোগ করেছেন তা জানতে চাইলে সরাসরিই তারা উত্তর দিয়েছেন, ‘আপনারা এখানে কেন এসেছেন সেটা নিয়েই তার আপত্তি।’
সংবাদ শিরোনাম
লিটন কাণ্ডে মুখ খুললেন সুজন
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- ৮৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ