ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে’ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার “এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” শ্লোগানে টিকার উদ্বোধন করা হয়।
রবিবার সকালে সদরের মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোঃ আবু রিয়াদ, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ অতিশ দাস রাজিব, ইটনা থানার ওসি তদন্ত শাহাবুদ্দীন ,প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ডাঃ দিলরুবা আক্তার শোভা, ডাঃ অনিক দেবনাথ ,স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান কিরন, সহকারী প্রধান শিক্ষক পান্না লাল দেবনাথ, নার্সিং সুপারভাইজার কিংকরী রাণী রায়, পরিসংখ্যানবিদ এনামুল মিয়া, প্রধান অফিস সহকারী খালেদ মিয়া প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ জানায় উপজেলার বিভিন্ন স্কুলের ৫ শ্রেনী থেকে ৯ শ্রেণী ও স্কুল বহির্ভূত ১০ থেকে ১৪ বছর পর্যন্ত ৭৯৩৬ জন ছাত্রীকে এ টিকা দেওয়া হবে।