হাওর বার্তা ডেস্কঃ টানা কর্মসূচির অংশ হিসেবে আজ শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশটি গতকাল হওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
‘শান্তি ও উন্নয়ন’ নামে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
এছাড়াও আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও মহানগর দক্ষিণের নেতারা এই সমাবেশ যোগ দেবেন।