গুলশানের গোলাগুলির ঘটনায় ওসি সালাউদ্দিন নিহত

রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলায় আহত ওসি সালাউদিন মারা গেছে। এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইউনাইটে হাসপাতাল কৃর্তপক্ষ ও নিহতের ভাগ্নিনা মিশু। হাসপাতাল সূত্রে জানা গেছে, বনানী থানার ওসি সালাউদিনকে আহত অবস্থায় ইউনাইটে হাসপাতালে আনা হয়। হাসপাতাল আনার কর্তব্যরত চিকিৎসক সালাউদিনকে মৃত ঘোষণা করেন। সালাউদিনের ভাগিনা মিশু তার মামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশানে এখন পর্যন্ত দফায় দফায় গুলি চলছে বলে জানা গেছে।

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, ১ জন বিদেশি নাগরিক মারা গেছে। কমপক্ষে ১০ জন পুলিশ গুলিবিদ্ধ। ব্যাবের মেজর এবং বনানী থানার ওসিসহ কমপক্ষে ২৫ জন পুলিশ গুলিবিদ্ধ।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, ৮-১০ জন যুবক পিঠে ব্যাগ নিয়ে “আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে হামলা চালায়। পুলিশের ওপর ৯টায় গ্রেনেড চার্জ করা হয়।

দেশের ইতিহাসে এই প্রথম গ্রেনেড চার্জ করে হামলা করেছে সন্ত্রাসীরা।

গুলশানের ঘটনাস্থলে একটি সংবাদ সম্মেলন করে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ লাইভ অনএয়ার বন্ধ করতে বলেছেন।

র‌্যাব মহাপরিচালক বলেছেন, ভেতরে যারা আটকা পড়েছেন তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো প্রয়োজন যা সরাসরি দেখানো সম্ভব নয়।

তার বক্তব্য অনুযায়ী, কিছুক্ষণের মধ্যে জিম্মি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর