মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে হানাদার মুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম এর সভাপতিত্বে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালের ০৬ নভেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মদন উপজেলাকে হানাদার মুক্ত করেছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন তালুকদার, অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, জেলা পরিষদ সদস্য ফরিদা ইয়াছিন, ডা. নয়ন চন্দ্র, ঘোষ নায়েকপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন ভুঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মো. ছদ্দু মিয়া, জোবাইদা রহমান মহিলা কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাজী করনী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী, শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) তারিক সালাহউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. দুলাল মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক এ টি এম কামরুজ্জামান রফিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ, জাকির হোসেন ও গণমাধ্যম কর্মী প্রমুখ।