হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেটীয় শক্তিমত্তার বিচারে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে ভারত। তবে সময়ের পরিক্রমায় সেই ভারতের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে টাইগাররা। বরাবরই বাড়তি উন্মাদনা ছড়াচ্ছে প্রতিবেশী এই দুই দেশের ২২ গজের লড়াই। এবার ক্রিকেট বিশ্বমঞ্চে পুনেতে দেখা হবে এই দুই দলের। ওই ম্যাচকে কেন্দ্র করে এখন চলছে টিকিটের হাহাকার।
এদিকে বিশ্বমঞ্চে লড়াইয়ের আগেই বাংলাদেশ পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে ভারত। নাটকীয় এক ম্যাচে মালয়েশিয়াকে শেষ ওভারে হারিয়ে ২ রানের কষ্টার্জিত জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচে ভিভিএস লক্ষ্মণের শিষ্যদের পরীক্ষা নেবে সাইফ হাসানের দল।
ক্রিকেটে মালয়েশিয়া দুর্বল দল, এটা নতুন করে মনে করানোর কিছুই নেই। তবে সেই দলটির সঙ্গেই হারতে বসেছিল লাল-সবুজের দল। তবে শেষ ওভারে আফিফের দুর্দান্ত বোলিংয়ে জিইয়ে রয়েছে টাইগারদের এশিয়ান গেমসের শিরোপা স্বপ্ন।
এদিকে সেমিতে ভারতকে পেয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন লাল-সবুজের দলপতি সাইফ। এই অধিনায়কের মন্তব্য, ভারত অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ আমরা আগামীকাল তাদের নিয়ে পরিকল্পনা করব।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিতলে বাংলাদেশের গেমসে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হবে। সেমিফাইনালে হারলে পরেরদিন ব্রোঞ্জের লড়াইয়ে নামতে হবে তাদের।