আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। মর্যাদার এই লড়াইয়ে অংশ নিতে এরই মধ্যে ভারতে গেছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপ মিশনে লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর দাবি, আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।
শেখ হাসিনার ভাষ্যমতে, আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি। খেলাধুলার দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করে থাকি।
প্রধানমন্ত্রীর চাওয়া, আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে; সেটাই আমি চাই। বিশ্বকাপে আমরা যে খেলার সুযোগ পেয়েছি এটাই তো সব থেকে ভালো। দেখা যাক, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সবসময়।
এদিকে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২ অক্টোবর গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে সাকিব অ্যান্ড কোং।
আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। আর আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৭ অক্টোবর, এদিন আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা।