মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় পূবালী ব্যাংক লিমিটেড গোবিন্দশ্রী উপশাখা’র উদ্যোগে জিপিএ-৫ (এসএসসি) প্রাপ্ত পাঁচ শিক্ষার্থীরকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক লিমিটেড গোবিন্দশ্রী উপশাখায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড’র গোবিন্দশ্রী উপশাখা ব্যবস্থাপক সুব্রত ভৌমিক। সভাপতিত্ব করেন, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিমন চৌধুরী।
প্রধান অতিথি শফিউল আলম খান চৌধুরী পূবালী ব্যাংক লিমিটেড’র পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত নুসরাত জাহান ইমা, আরিফুল ইসলাম তোহা, তামান্না আক্তার পান্না, আরমান ইসলাম, সাদিয়া আক্তার মিম নামের পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুরে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোবিন্দশ্রী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান আকন্দ সহ সকল শিক্ষকবৃন্দ, পূবালী ব্যাংক লিমিটেড গোবিন্দশ্রী উপশাখা’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।