হাওর বার্তা ডেস্কঃ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী (৩-২১ সেপ্টেম্বর) ক্যাপস্টোন কোর্স-২০২৩ শেষ হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের সেনানিবাসের এনডিসি অডিটোরিয়ামে শেষ হয়েছে এ কোর্স। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তিন সপ্তাহব্যাপী পরিচালিত এ কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং করপোরেট নেতাসহ মোট ৩১ জন ফেলো অংশ নেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সমাপনী বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করার জন্য ফেলোদের অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ফেলোদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতাদের মধ্যে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এ ক্যাপস্টোন কোর্স। তিনি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য ফেলোদের আন্তরিকভাবে অনুরোধ করেন।