ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের স্মৃতি রক্ষায় সারাদেশের ন্যায় ইটনা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ইটনা সদরের মুক্তিযোদ্ধা মাঠে মিনি স্টেডিয়ামের বালু ভরাট কাজের পরিদর্শন করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কিন্তু আমাদের বিরোধী পক্ষ বিএনপি ও জামায়াত সে উন্নয়ন চোখে দেখেনা। তারা এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়।
আপনারা বিএনপি জামায়াতের গোজবে কান দিবেন না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, ইউএনও মোঃ আবু রিয়াদ, ইটনা থানার ওসি জাকির রাব্বানী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর প্রমুখ।