মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় ৫০তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গত শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মদন এর আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লাহ্ রয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান।
বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয় বনাম মদন আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ফুটবল (ছেলে) খেলায়, ১-০ গোলের ব্যবধানে বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। পরে ফুটবল সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের (ছেলে-মেয়ে) মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম, জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ, আই সিটি কর্মকর্তা তারেক মাসুদ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।