হাওর বার্তা ডেস্কঃ মরক্কোর শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়েছিল ব্রাজিল অলিম্পিক ফুটবল দল। তবে দলের কোনো ফুটবলারের ক্ষয়ক্ষতি হয়নি। তারা এখন সম্পূর্ণ নিরাপদ আছেন।
জনপ্রিয় স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, শুক্রবার রাতে মরক্কোতে আঘাত হানা ৭ মাত্রার এই ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল ব্রাজিলের অলিম্পিক দল। তারা ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করেছিল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, শুক্রবার রাতে হঠাৎ ভূ-কম্পন অনুভব করেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। নিরাপত্তার কথা ভেবে দলের সবাই প্রায় এক ঘন্টা হোটেলের পুলের কাছে অবস্থান করেছিল।
দলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে দলের সঙ্গে থাকা ফেডারেশনের যুব সমন্বয়কারী ব্রাঙ্কো বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের পুরো প্রতিনিধি দল এখন নিরাপদ। আমরা খুব শক্তিশালী ভয়ানক একটি কম্পন অনুভব করেছি।’
অভিজ্ঞতা জানিয়ে রিয়াল বেটিসের ফুলব্যাক আবনার বলেন, ‘বিছানা এদিক-ওদিক দুলছিল। আমি দৌড়ে ওয়ারড্রবের কাছে গিয়ে মোবাইল ও পাসপোর্ট নিয়ে বেরিয়ে পড়লাম, বাকিদেরও ডাক দিলাম। ভয় ছিল, তবে আমরা নিরাপদ আছি।’
উল্লেখ্য, মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে গিয়েছে ব্রাজিল যুব দল। প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জেতে মরক্কো। ১১ সেপ্টেম্বর হওয়ার কথা দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি।