হাওর বার্তা ডেস্কঃ পুত্র সন্তানের বাবা হলেন জসপ্রীত বুমরাহ। চলমাত্র এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরে দেশে ফেরেন এই ভারতীয় পেসার। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী সাঞ্জানা গনেশন। ছেলের নাম রেখেছেন আঙ্গাদ।
ছেলের হাতের ছবি পোস্ট করে বুমরাহ ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাদের ছোট পরিবার একটু বড় হলো। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছি। আজ সকালে আমাদের ছেলে আঙ্গাদ জসপ্রীত বুমরাহ পৃথিবীর আলো দেখল। আমরা দু’জনেই অত্যন্ত খুশি। জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার জন্যে আর তর সইছে না।’
এর আগে রোববার রাতে দেশে ফিরেন বুমরাহ। যদিও তার ফেরার ব্যাপারে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে জানা যায়, নেপালের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। তিনি অবশ্য সুপার ফোরের ম্যাচে ফিরছেন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সন্তান জন্মদানের সময় স্ত্রী সাঞ্জানার পাশে থাকতে বোর্ডের অনুমতি নিয়ে তিনি দেশে ফিরেছেন।
বুমরাহ গত এক বছর চোটের কারণে খেলতে পারেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরানো হয়েছিল তাকে। চোট সারিয়ে ফিরে সিরিজ সেরাও হয়েছিলেন বুমরাহ।