মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায়, বিশেষ করে মদন পৌর শহরে উল্লেখযোগ্য হারে চুরির ঘটনা বেড়ে যাওয়ায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চুরির ঘটনা প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারের আহ্বানে, উপজেলা পরিষদ মিলনায়তনে এক জরুরী আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় শনিবার (২ সেপ্টেম্বর) মদন ইউনিয়ন পরিষদ মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান, এস আই আজিজুর রহমান ও মদন ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ বিদ্যা মিয়া। এছাড়াও গণমাধ্যম কর্মী মোঃ মোশাররফ হোসেন বাবুল ও মোঃ নিজাম উদ্দিন, ইউপি সদস্যগণ এবং স্থানীয় জনসাধারণ প্রমুখ।
এ সময় উপস্থিত নারী-পুরুষের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন- মাদক, জুয়া, ইভটিজিং ও চুরির ঘটনা’র প্রতিরোধে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত। গত কয়েক রাত ধরে পুলিশের পাশাপাশি আমি নিজেও পৌর শহরের গলিপথগুলো পর্যবেক্ষণ করছি। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে পুলিশ ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান করছি।