হাওর বার্তা ডেস্কঃ ফরাসি ক্লাব পিএসজিতে কিলিয়ান এমবাপ্পে থাকবেন কি না সেটি নিয়ে কম প্রতিবেদন হয়নি বিভিন্ন গণমাধ্যমে। আর ১ বছর পিএসজির সঙ্গে চুক্তি আছে এমবাপ্পের। অধিকাংশ ফুটবল ভক্তের ধারণা, এরপর ফ্রি এজেন্ট হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তিনি। তবে পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা সাফ জানিয়ে দিলেন এমবাপ্পে পিএসজিতেই থাকছেন।
গতকাল শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লেনসের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় পিএসজি। ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে। এরপরই ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে নিজের ভাবনার কথা জনান দোনারুম্মা।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইতালিয়ান এই গোলকিপার বলেন, ‘কিলিয়ানের (এমবাপ্পে) সঙ্গে খেলতে পারাটা আনন্দের, দারুণ একটি বিষয় এটি। সে কি (পিএসজিতে) থাকবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই (থাকবে)।’
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের আর ১ মৌসুম চুক্তি আছে পিএসজির। এমবাপ্পে চেয়েছিলেন আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে দলবদল করতে। কিন্তু, বিনামূল্যে তাকে ছাড়তে চায়নি পিএসজি। ক্লাবটি চায়, হয় এমবাপ্পে নতুন চুক্তি করুক নইলে আসছে মৌসুমেই অন্য কোথাও চলে যাক। এসব জটিলতার মধ্যে পিএসজির প্রাক মৌসুমের এশিয়া সফরের দলে এমবাপ্পেকে রাখেনি পিএসজি। মৌসুমের শুরুর দিকে দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। যদিও পরে মূল দলের সঙ্গে অনুশীলনে ফেরেন।
পিএসজির সঙ্গে সেই জটিলতার মধ্যেই এমবাপ্পের জন্য আঁকাশছোয়া দামের প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ফরাসি এই ফরোয়ার্ড এমবাপ্পের জন্য রেকর্ড ২৫৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি আল-হিলাল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। ফুটবলের ইতিহাসে এত চড়া দামে দলবদলের ঘটনা আর ঘটেনি। তাতে সম্মতি জানিয়েছিল পিএসজিও। এমবাপ্পেকে বোঝাতে প্যারিসেও এসেছিল আল-হিলাল কর্তারা। তবে তাদের সঙ্গে দেখাই করেননি এমবাপ্পে।