হাওর বার্তা ডেস্কঃ ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ।বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন যুবলীগের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমান গুরুতর আহত হন। ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার ১৯তম মৃত্যুবার্ষিকী।