বিতর্কিত সেই স্বর্ণের দোকান উদ্বোধন করলেন সাকিব

সাকিব আল হাসানের দম ফেলারও সময় নেই, আজ এ দেশে তো কাল অন্য কোনো দেশে। এই যেমন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলংকায় লংকা প্রিমিয়ার লিগ খেলতে যান তিনি। এরপর এবার দেশে ফিরে ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও দুই দিনের জন্য দুবাই সফরে গিয়েছেন তিনি। যেখানে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে আজ সোমবার ঢাকায় ফেরার কথা তার।

সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে সাকিব কেন দুই দিনের সফরে দুবাইয়ে গিয়েছিলেন? জানা যায়, দুবাইয়ের বিখ্যাত স্বর্ণের বাজার ‘গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। তিন দুবাইপ্রবাসী বাংলাদেশি নজরুল, রাসেল ও ইব্রাহিম এনআরআই জুয়েলারির মালিক।

এর আগে গত মার্চে সাকিব দুবাইয়ে গিয়েছিলেন আরেকটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে। তবে সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন বিতর্কিত বাংলাদেশি ব্যবসায়ী আরাভ খান। তার প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়েছিলেন সাকিব। সে জন্য কম বিতর্ক হয়নি তাকে।

সাকিবের সঙ্গে এনআরআই জুয়েলারির কার্যালয় উদ্বোধনে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তাদের একনজর দেখতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ভিড় করেছিলেন গোল্ড সুকে।

এরপর আমিরাত ও বাংলাদেশের সংস্কৃতির প্রদর্শনী দিয়ে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই এখানে আসা এবং আপনাদের সঙ্গে দেখা হলো। তাঁরা যে রকম সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব, আপনারও একই কাজ করবেন, যেন আমরা একসঙ্গে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

তিনি আরও বলেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর