কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনষ্টিটিউশনের পুকুর থেকে নাজমা আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকালে পুকুর থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। নাজমা আক্তার উপজেলার পূর্ব চারিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে বের হন নাজমা। পরবর্তীতে তাকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। বিকালে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে কটিয়াদী থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে এই লাশ নাজমা আক্তারের বলে সনাক্ত করে। এ সময় তার পরিবারের লোকজন জানায়, নাজমা আক্তার একজন মৃগী রোগী ছিলেন। এর আগেও সে পানিতে পড়ে ছিল।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, নাজমা আক্তার একজন মৃগী রোগী ছিলেন তাই ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে পানি পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।