ইন্টার মায়ামিতে মেসির এখন পর্যন্ত ২ম্যাচে ৩ গোল ও ১ এসিস্ট।আজকের ম্যাচে গোল করার মাধ্যমে মেসি ১০০ ক্লাবের জালে গোল করার অন্যন্য রেকর্ড গড়েন।
২১ জুলাই লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে জমকালো আয়োজনে অভিষেক হয় বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার বিশ্বকাপ জয়ী লিওনেল আন্দ্রেস মেসির। অভিষেক ম্যাচে শুরুর একাদশে রাখেননি কোচ তাতা মার্তিনো। অভিষেক ম্যাচে ৫৪ মিনিটে নেমে তার জাদুকরী খেলায় মুগ্ধ করতে থাকেন ইন্টার মায়ামির দর্শক ও ক্লাব কর্মকর্তাদের। ম্যাচের শেষ মূহুর্তে ৯৪ মিনিটে মেসি তার চিরচেনা বাঁ পায়ের বাকানো ফ্রি কিকে অসাধারণ গোল করে নিজের অভিষেককে রাঙ্গিয়ে তোলার পাশাপাশি দলকে এনে দেয় দারুণ এক জয়।
অভিষেক ম্যাচে শুরুর একাদশে না রাখলেও লিগ কাপের আজকের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন লিও মেসি। সেই সাথে ইন্টার মায়ামির অধিনায়কও ঘোষণা করা হয় মেসিকেই। যার ফলে ম্যাচের শুরু থেকেই মেসি তার মনোমুগ্ধকর খেলায় ক্লাব সমর্থকদের মাতিয়ে রাখেন। ম্যাচের মাত্র ৮মিনিটে মেসির সাবেক ও বর্তমান ক্লাব সতীর্থ সার্হিও বুসকেতসের অসাধারণ এক লং পাসে গোল করেন মেসি। তবে প্রথমে মেসির করা শটে বল গোলপোষ্টে লেগে ফিরে পুনরায় মেসির কাছে আসলে মেসি দ্বিতীয় দফায় ডান পায়ে আটালান্টার জালে বল জড়ান। এই ম্যাচে গোল করার মাধ্যমে মেসি ১০০ ক্লাবের জালে গোল করার অন্যন্য রেকর্ড গড়েন।
ম্যাচের ২২ মিনিটে ২-০তে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এবার মেসি করেন তার দ্বিতীয় গোল।আর এটিও আসে তার ডান পা থেকেই। টেইলরের সহায়তায় মেসি পেয়ে যান ইন্টার মায়ামির হয়ে তার ৩য় গোল।
এরপর ম্যাচের ৪৪ মিনিটে ইন্টার মায়ামিকে ৩-০তে এগিয়ে নেন রবার্ট টেইলর। প্রথমার্ধের শেষ দিকে মেসির বাড়ানো বলে ক্রেমাসচির দারুণ এক পাসে গোল করেন রবার্ট টেইলর। প্রথমার্ধে তিন গোলে বিরতিতে যায় ইন্টার মায়ামি।
মেসি যেন সবকিছুর প্রতিদান দিতে ভালোবাসেন। তাইতো বিরতি থেকে ফিরেই টেইলরকে দিয়ে ম্যাচের চতুর্থ গোলটি করান। জয় নিশ্চিত হওয়া কোচ তাতা মার্তিনো মেসিকে ম্যাচের ৭৭ মিনিটে উঠিয়ে নিয়ে রবি রবিনসনকে নামান। এই ম্যাচ মেসির সাবেক ক্লাব বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবার অভিষেক হওয়ার কথা থাকলেও তা হয়নি। শেষের দিকে আটালান্টা পেনাল্টি পেয়েও গোলের সুযোগ নষ্ট করলে ইন্টার মায়ামি ৪ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এবং সেই সাথে লিগ কাপের “জে” গ্রুপ টেবিলের এক নম্বরে উঠে আসে।