ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহকে নিয়ে যা ভাবছে বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • ৭২ বার

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আসর। আসন্ন এই দুই মেগা ইভেন্টে মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের সুযোগ পাওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় জোর আলোচনা চলছে।

সর্বশেষ ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ছিলেন রিয়াদ।

এরপর তিনটি সিরিজে টাইগার দলের বাইরে ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এরই মাঝে প্রায় ৫৬ দিন পর গতকাল (বুধবার) ব্যাট হাতে মিরপুরে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। আজও তিনি ধারাবাহিকভাবে অনুশীলন করেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের মুখোমুখি হন। রিয়াদকে আসন্ন দুটি বড় টুর্নামেন্টে দলে রাখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। ’

টাইগার ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও আলোচনায় রয়েছেন। পিঠে পুরোনো চোটের চিকিৎসা নিতে আগামী ২৬ জুলাই লন্ডনে যাবেন তিনি। যে কারণে ২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া আসন্ন এশিয়া কাপের ক্যাম্পে তামিমের না থাকার সম্ভাবনাই বেশি।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে। ’

ইমার্জিং এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে ওমান ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পা দিয়েছে টাইগাররা। সেখানকার ক্রিকেটারদের ওপরও বাড়তি নজর রেখেছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির এই উর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক অনুশীলন ক্যাম্পে থাকবে। ওদের মধ্যে অনেকেই ভালো করেছে। ওদের দুয়েকজন প্রাথমিক দলে আসতে পারে, কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই। ’

বিশ্বকাপে ১৫ জনের বাইরে অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন এমন গুঞ্জনই রয়েছে। এ নিয়ে জালাল বলেন, ‘এরকম কোন কথা হয়নি। তবে হয়তো ১৫ জনের কিছু বেশি ক্রিকেটার নেব আমরা, কারণ সেখানে অনুশীলনের জন্য দরকার আছে। যেমন দুয়েকজন বাড়তি স্পিনার নিতে পারি, বাংলাদেশ বা ভারত থেকেও নিতে পারি। যেন অনুশীলনে তারা সহযোগিতা করতে পারে। এরকম কিছু চূড়ান্ত করিনি, এমনিতে একটা পরিকল্পনা আছে। হয়তো নিজেদের খরচে ১৫ জনের বেশি ক্রিকেটার নিয়ে যাব। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহকে নিয়ে যা ভাবছে বিসিবি

আপডেট টাইম : ০১:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আসর। আসন্ন এই দুই মেগা ইভেন্টে মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের সুযোগ পাওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় জোর আলোচনা চলছে।

সর্বশেষ ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ছিলেন রিয়াদ।

এরপর তিনটি সিরিজে টাইগার দলের বাইরে ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এরই মাঝে প্রায় ৫৬ দিন পর গতকাল (বুধবার) ব্যাট হাতে মিরপুরে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। আজও তিনি ধারাবাহিকভাবে অনুশীলন করেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের মুখোমুখি হন। রিয়াদকে আসন্ন দুটি বড় টুর্নামেন্টে দলে রাখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। ’

টাইগার ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও আলোচনায় রয়েছেন। পিঠে পুরোনো চোটের চিকিৎসা নিতে আগামী ২৬ জুলাই লন্ডনে যাবেন তিনি। যে কারণে ২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া আসন্ন এশিয়া কাপের ক্যাম্পে তামিমের না থাকার সম্ভাবনাই বেশি।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে। ’

ইমার্জিং এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে ওমান ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পা দিয়েছে টাইগাররা। সেখানকার ক্রিকেটারদের ওপরও বাড়তি নজর রেখেছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির এই উর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক অনুশীলন ক্যাম্পে থাকবে। ওদের মধ্যে অনেকেই ভালো করেছে। ওদের দুয়েকজন প্রাথমিক দলে আসতে পারে, কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই। ’

বিশ্বকাপে ১৫ জনের বাইরে অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন এমন গুঞ্জনই রয়েছে। এ নিয়ে জালাল বলেন, ‘এরকম কোন কথা হয়নি। তবে হয়তো ১৫ জনের কিছু বেশি ক্রিকেটার নেব আমরা, কারণ সেখানে অনুশীলনের জন্য দরকার আছে। যেমন দুয়েকজন বাড়তি স্পিনার নিতে পারি, বাংলাদেশ বা ভারত থেকেও নিতে পারি। যেন অনুশীলনে তারা সহযোগিতা করতে পারে। এরকম কিছু চূড়ান্ত করিনি, এমনিতে একটা পরিকল্পনা আছে। হয়তো নিজেদের খরচে ১৫ জনের বেশি ক্রিকেটার নিয়ে যাব। ’