ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
গত ১৮ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই করে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে হিরো আলম এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে হিরো আলমের প্রার্থিতা ফিরিয়ে দিল সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল তাদের মধ্যে ৪ জনের আপিলের উপর বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুনানি হয়। আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন। অন্য দুই স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি।
এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ায় উপনির্বাচনে অংশ নিতে কোনো বাধা রইল না হিরো আলমের।
ব্যালটের মাধ্যমে আগামী ১৭ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এ আসন। আগামী ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। ফারুকের মৃত্যুর পরই আসনটি শূন্য ঘোষণা করা হয়।