বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বুধবার (২১ জুন) বায়তুল মোকাররমের সামনে পদযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
রেজাউল করীম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগে করতে হবে। আর জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীন নয়, জাতীয় সরকারের অধীনে হতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তিনি বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সুস্থ নন। বরিশাল সিটির নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ফয়জুল করীমের ওপর নির্মম ও অযৌক্তিকভাবে হামলা-আক্রমণ হয়েছে। অথচ প্রধান নির্বাচন কমিশনারের কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘তিনি (মেয়রপ্রার্থী) কি ইন্তেকাল করেছেন?’
তিনি আরও বলেন, কোনো বিবেকবান মানুষ তার (সিইসি) এই বক্তব্যকে সমর্থন করতে পারেনি। এর মধ্য দিয়েই প্রমাণিত হয় তিনি সুস্থ নন। তার পদত্যাগের জন্য যা যা করা দরকার, সবই করা হবে।
এরপর বায়তুল মোকাররম থেকে শুরু করা পদযাত্রাটি শান্তিনগর মোড়ে এসে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই দলের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পদযাত্রার কর্মসূচি শেষ করেন।