ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার উন্নয়ন নিয়ে সংসদে দুটি গান গাইলেন মমতাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ১৩০ বার

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের উন্নয়ন নিয়ে লেখা গান গাইলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম। আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আলোচনায় অংশ নিয়ে তিনি এ গান পরিবেশন করেন।

মমতাজ আজকের আলোচনায় অংশ নিয়ে মোট দুটি গান পরিবেশন করেন। আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা একটি গান পরিবেশন করেন তিনি। তার গাওয়া দ্বিতীয় গানটি ছিল শেখ হাসিনা ও দেশের উন্নয়ন নিয়ে লেখা।

বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া মমতাজের গানের কথা ছিল এমন- ‘লোকে বলে বাংলায় যত দিন রবে, ওই পদ্মা মেঘনা বহমান/তত দিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান/ আমি বলি, না না লোকে তো জানে না, ওই কীর্তি রবে তোমার কত দিন/ হাজার বছরের শ্রেষ্ঠ নও, তুমি শ্রেষ্ঠ রবে ওই তত দিন, ওই চন্দ্র রবে যত দিন, ওই সূর্য রবে যত দিন…।’

দ্বিতীয় গানে মমতাজ গেয়ে ওঠেন, ‘ওরে রাখব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা/ শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা/ পদ্মা সেতু পদ্মা নদীতে/ এগিয়ে চলছে দেশ দ্রুতগতিতে…’।

এর আগে সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারিদলের এমপি মমতাজ বলেছিলেন, দেশে এত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যে একদিন তা ফেরি করে বিক্রি করতে হবে। সম্প্রতি দেশে লোডশেডিং শুরু হলে মমতাজের সেই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হয়।

মমতাজ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ দিয়েছে। মানুষ সুখে-শান্তিতে আছে। ঘরে ঘরে বিদ্যুৎ না গেলে এটা সম্ভব হতো না। বিদ্যুৎ দেওয়া না গেলে পোশাকশিল্পের এত সফলতা দেখানো যেত না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার উন্নয়ন নিয়ে সংসদে দুটি গান গাইলেন মমতাজ

আপডেট টাইম : ১২:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের উন্নয়ন নিয়ে লেখা গান গাইলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম। আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আলোচনায় অংশ নিয়ে তিনি এ গান পরিবেশন করেন।

মমতাজ আজকের আলোচনায় অংশ নিয়ে মোট দুটি গান পরিবেশন করেন। আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা একটি গান পরিবেশন করেন তিনি। তার গাওয়া দ্বিতীয় গানটি ছিল শেখ হাসিনা ও দেশের উন্নয়ন নিয়ে লেখা।

বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া মমতাজের গানের কথা ছিল এমন- ‘লোকে বলে বাংলায় যত দিন রবে, ওই পদ্মা মেঘনা বহমান/তত দিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান/ আমি বলি, না না লোকে তো জানে না, ওই কীর্তি রবে তোমার কত দিন/ হাজার বছরের শ্রেষ্ঠ নও, তুমি শ্রেষ্ঠ রবে ওই তত দিন, ওই চন্দ্র রবে যত দিন, ওই সূর্য রবে যত দিন…।’

দ্বিতীয় গানে মমতাজ গেয়ে ওঠেন, ‘ওরে রাখব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা/ শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা/ পদ্মা সেতু পদ্মা নদীতে/ এগিয়ে চলছে দেশ দ্রুতগতিতে…’।

এর আগে সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারিদলের এমপি মমতাজ বলেছিলেন, দেশে এত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যে একদিন তা ফেরি করে বিক্রি করতে হবে। সম্প্রতি দেশে লোডশেডিং শুরু হলে মমতাজের সেই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হয়।

মমতাজ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ দিয়েছে। মানুষ সুখে-শান্তিতে আছে। ঘরে ঘরে বিদ্যুৎ না গেলে এটা সম্ভব হতো না। বিদ্যুৎ দেওয়া না গেলে পোশাকশিল্পের এত সফলতা দেখানো যেত না।’