অষ্টগ্রামে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো শিশু শিক্ষার্থীরা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি? মানুষ পেতে পারে না বন্ধু। এই কালজয়ী গানের বাস্তবায়ন করে দেখালো কিশোরগঞ্জের অষ্টগ্রামের কিছু শিশু শিক্ষার্থী। তারা স্থানীয় শতাধিক অসহায় দুস্থ পরিবারের হাতে তুলে দেন ঈদ শুভেচ্ছা সেমাই, চিনি, নুডুলস, দুধ ও বিউটি সোপ সামগ্রী।

এ সময় কয়েকজন অভিবাবক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পুর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বেসরকারি ডিলাইট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিবাবক, শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালকের সাথে পরামর্শ করে এ মানবিক কাজে এগিয়ে আসে।

এক পর্যায়ে নিজেরাই অসহায় ও দুস্থ পরিবারের তালিকা প্রনয়ন করে। গতকাল বৃহস্পতিবার সকালে কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আবার নিজ হাতে তালিকা ধরে ঈদ সামগ্রী বিতরন করেন শিক্ষার্থীরা।

এসময় বিদ্যালয়ের পরিচালক মোঃ ফরিদ রায়হান বলেন “আমরা গড়বো মেধা ও মানবিক পৃথিবী” এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষকদের উদ্যোগে অসহায় মানুষের সাথে, ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন। তিনি আরও বলেন পুঁথিগত শিক্ষার সাথে মানবিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসিকতা তৈরী করতে পারলে, আগামীর বাংলাদেশ তথা বিশ্ব হবে “মেধা ও মানবিক পৃথিবী” সেটাই আমাদের কাম্য।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপকারভোগী পরিবারের সদস্য, অভিবাবক ইনছানুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক শারমিন ঠাকুর, সানিয়া আক্তার, শাপলা আক্তার, মিতু বেগম প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর