রমজান ও ঈদের তারিখ ঘোষণা করল আরব আমিরাত

পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর কবে হতে পারে সেই তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সোমবার (৩ এপ্রিল) তারা জানিয়েছেন, ১৪৪৪ সালের শাওয়াল মাসের তারিখ হবে এপ্রিলের ২১ তারিখ। সে অনুসারে ঈদুল ফিতরের প্রথম দিনও হবে ২১ এপ্রিল।

গত ২৩ মার্চ বৃহস্পতিবার আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সাধারণত ইসলামিক মাস ২৯-৩০ দিনে স্থায়ী হয়।  তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ২৯ দিন স্থায়ী হবে।

যদি ২৯টি রোজা হয় তাহলে এ বছর সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ২১ এপ্রিল শুক্রবার।

২৯টি রোজা হলে ২০ এপ্রিল রমজান মাস শেষ হবে। আর ২১ এপ্রিল শাওয়াল মাস শুরু হবে। সে অনুযায়ী আরব আমিরাতে সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল থেকে। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

এদিকে ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে অনেকে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। মধ্য প্রাচ্যের এ দেশটির অনেক মানুষ প্রতি বছর ঈদের ছুটিতে ঘুরতে যান। বিশেষ করে আজারবাইজান, জার্জিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান এবং কিরগিস্তানে ঘুরতে যাওয়ার প্রবণতা বেশি। কারণে এসব দেশে ঘুরতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর