মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে, দেশীয় মাছ নিধনকারী ১৪ টি অবৈধ চায়না রিং জাল বা চায়না দুয়ারী জাল জব্দ করে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের নেতৃত্বে, উপজেলার কাইটাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ টি চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দ কৃত জাল গুলোর আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা হতে পারে। অভিযুক্তকারীকে মৎস্য সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জালগুলো উপজেলা পাবলিক হল মাঠে আগুনে পুড়ে নষ্ট করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, এস আই মোঃ শাহজাহান সহ পুলিশের একটি টিম এবং আনসার ভিডিপি সদস্যরা।