পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগে (সিটিডি) এই মামলা দায়ের করা হয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৮ মার্চ) পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালতে হাজির করার সময় পুলিশের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় ২৫ জনের বেশি নিরাপত্তাকর্মী আহত হন।
পরিস্থিতি বিবেচনা করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল আদালতের শুনানি ৩০ মার্চ পর্যন্ত মুলতবি করেন। এদিকে, ইসলামাবাদ পুলিশের দায়ের করা এফআইআর এ অন্তত ১৭ জন পিটিআই নেতার নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।
এফআইআর এ বলা হয়, আসামিরা পুলিশ চেকপোস্ট ও বিচারিক কমপ্লেক্সের প্রধান ফটকে ভাঙচুর করেন। জুডিশিয়াল কমপ্লেক্স ভবনে অগ্নিসংযোগ, পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানার হাউজ অফিসারের (এসএইচও) গাড়ি ভাঙচুর ছাড়াও পুলিশের দুটি গাড়ি ও সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী রোববার জানিয়েছেন, তার দল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে।