মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২৩ উপলক্ষ্যে শুক্রবার (১০ই-মার্চ) সকালে এক বর্ণাঢ্য র ্যালী উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন। পরিচালনায় ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল।
এবারের প্রতিপাদ্য বিষয় “স্মাট বাংলাদেশ প্রত্যয়, দুর্যোগ প্রস্ততি সব সময় “।
বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান বলেন, ভৌগোলিক অবস্থানগত কারনে বাংলাদেশে প্রতিবছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। প্রায় সারা বছরই বাংলাদেশকে কোন না কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহন করা গেলে এসব দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা
সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষাকগণ ও অনান্য কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যম কর্মীগণ।