ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুল চাষ করে তাক লাগিয়ে দিলেন মামা-ভাগ্নে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ৯৭ বার

কুল চাষ করে সাবলম্বী হয়ে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক জামাল উদ্দিন, নবী হোসেন ও ইলিয়াস। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার তরুণ এই উদ্যোক্তারা শুরুতে বুঝে উঠতে পারছিলেন না কীভাবে চাষ করবেন। কুল চাষের জন্য জমি খোঁজাখুঁজির এক পর্যায়ে উপজেলার সীমান্তবর্তী বেতকুড়ি গ্রামে গত বছরের ফেব্রুয়ারি মাসে ১৫ বিঘা জমি লিজে নিয়ে শুরু করেন কুল চাষ। পাশাপাশি এতে যুক্ত করেন উন্নত জাতের পেয়ারা ও লেবু। রোপনের ৯ মাসের মধ্যেই প্রথমবারের মতো তাদের গাছে ঝাঁকে ঝাঁকে কুল ধরেছে।

তাদের বাগানে রয়েছে বল সুন্দরী, কাশ্মীরি, ভারতীয় কুল, আপেল কুল, বাউ কুল ও টক মিষ্টি কুল। এছাড়াও তাদের এই বাগানে কুল এর পাশাপাশি উন্নতজাতের মাল্টা, পেয়ারা ও সিডলেস লেবুর গাছ রয়েছে। ১৭ থেকে ১৮ লাখ টাকার মতো খরচ করে এক বছরের মাথায় তারা ৩ লাখ টাকার মতো লাভ হবে বলে আশা করছেন।

নতুন উদ্যোক্তাদের কথা মাথায় রেখে বাগানের পাশে উন্নতমানের কলম চারা গাছ তৈরি করছেন তারা। পাখিদের আক্রমণ থেকে কুল রক্ষার জন্য চারদিকে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। মামা ও ভাগ্নে মিলে তাদের বাগানের নাম রেখেছেন থ্রি স্টার নার্সারি। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের থ্রি স্টার নার্সারি দেখতে আসেন। উচ্চ ফলন দেখে অনেকেই তাদের এখান থেকে স্বল্প মূল্যে উন্নত জাতের চারা নিয়ে যাচ্ছেন। বর্তমানে নার্সারীতে তিনজন শ্রমিক কাজ করছেন। এতে করে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রধান উদ্যোক্তা জামাল উদ্দিন বলেন, ‘পরিকল্পনা মাফিক চেষ্টায় ও পরিশ্রমে সফল হওয়া যায় ও ভাগ্যবদল হয় সেটার বড় প্রমাণ আমি নিজেই। ইউটিউবে কুল চাষের ভিডিও দেখেই আমি এ কাজে অনুপ্রাণিত হয়েছি। সঠিক পরিচর্যার কারণে চারা রোপণের নয় মাসের মধ্যেই প্রত্যেকটি গাছ এখন কুলে পরিপূর্ণ।’

উদ্যোক্তা নবী হোসেন বলেন, ‘আমি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছি। শিক্ষকতার ফাঁকে আমি এ কাজে নিয়োজিত। আমাদের চাষকৃত কুল ও বিভিন্ন জাতের পেয়ারা, লেবু, মাল্টা খুবই উন্নত ও নতুন জাতের। এতে ফলন অনেক বেশি। আমরা কুল চাষের পাশাপাশি নাসার্রীর মাধ্যমে চারা তৈরি করছি। কেউ চারা ও পরামর্শ নিতে আসলে আমি তাদের পরামর্শ দেই। বিশেষ করে যারা বেকার রয়েছেন, আমি পরামর্শ দিবো এই কুল চাষে যেন বেকার ছেলেরা এগিয়ে আসে।’

বাগানে ঘুরতে আসা এমদাদুল হক বলেন, ‘এমন জায়গাতেও যে এভাবে কুল বাগান করা যায় এটা না দেখলে বিশ্বাস হতো না। আমিও পরিকল্পনা করতেছি সামনের বছওে আমি বাগান করবো। বাগান দেখে আমার মনে হয়েছে কুল এর রাজ্যে চলে এসেছি। এই বাগানা থেকেই আমি পেয়ারা ও মাল্টার চারা সংগ্রহ করব।’

শেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, শেরপুর জেলার পাহাড়ি এলাকায় কুল চাষ করে বেকার যুবক-যুবতীরা অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কুল চাষ করে তাক লাগিয়ে দিলেন মামা-ভাগ্নে

আপডেট টাইম : ১২:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

কুল চাষ করে সাবলম্বী হয়ে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক জামাল উদ্দিন, নবী হোসেন ও ইলিয়াস। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার তরুণ এই উদ্যোক্তারা শুরুতে বুঝে উঠতে পারছিলেন না কীভাবে চাষ করবেন। কুল চাষের জন্য জমি খোঁজাখুঁজির এক পর্যায়ে উপজেলার সীমান্তবর্তী বেতকুড়ি গ্রামে গত বছরের ফেব্রুয়ারি মাসে ১৫ বিঘা জমি লিজে নিয়ে শুরু করেন কুল চাষ। পাশাপাশি এতে যুক্ত করেন উন্নত জাতের পেয়ারা ও লেবু। রোপনের ৯ মাসের মধ্যেই প্রথমবারের মতো তাদের গাছে ঝাঁকে ঝাঁকে কুল ধরেছে।

তাদের বাগানে রয়েছে বল সুন্দরী, কাশ্মীরি, ভারতীয় কুল, আপেল কুল, বাউ কুল ও টক মিষ্টি কুল। এছাড়াও তাদের এই বাগানে কুল এর পাশাপাশি উন্নতজাতের মাল্টা, পেয়ারা ও সিডলেস লেবুর গাছ রয়েছে। ১৭ থেকে ১৮ লাখ টাকার মতো খরচ করে এক বছরের মাথায় তারা ৩ লাখ টাকার মতো লাভ হবে বলে আশা করছেন।

নতুন উদ্যোক্তাদের কথা মাথায় রেখে বাগানের পাশে উন্নতমানের কলম চারা গাছ তৈরি করছেন তারা। পাখিদের আক্রমণ থেকে কুল রক্ষার জন্য চারদিকে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। মামা ও ভাগ্নে মিলে তাদের বাগানের নাম রেখেছেন থ্রি স্টার নার্সারি। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের থ্রি স্টার নার্সারি দেখতে আসেন। উচ্চ ফলন দেখে অনেকেই তাদের এখান থেকে স্বল্প মূল্যে উন্নত জাতের চারা নিয়ে যাচ্ছেন। বর্তমানে নার্সারীতে তিনজন শ্রমিক কাজ করছেন। এতে করে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রধান উদ্যোক্তা জামাল উদ্দিন বলেন, ‘পরিকল্পনা মাফিক চেষ্টায় ও পরিশ্রমে সফল হওয়া যায় ও ভাগ্যবদল হয় সেটার বড় প্রমাণ আমি নিজেই। ইউটিউবে কুল চাষের ভিডিও দেখেই আমি এ কাজে অনুপ্রাণিত হয়েছি। সঠিক পরিচর্যার কারণে চারা রোপণের নয় মাসের মধ্যেই প্রত্যেকটি গাছ এখন কুলে পরিপূর্ণ।’

উদ্যোক্তা নবী হোসেন বলেন, ‘আমি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছি। শিক্ষকতার ফাঁকে আমি এ কাজে নিয়োজিত। আমাদের চাষকৃত কুল ও বিভিন্ন জাতের পেয়ারা, লেবু, মাল্টা খুবই উন্নত ও নতুন জাতের। এতে ফলন অনেক বেশি। আমরা কুল চাষের পাশাপাশি নাসার্রীর মাধ্যমে চারা তৈরি করছি। কেউ চারা ও পরামর্শ নিতে আসলে আমি তাদের পরামর্শ দেই। বিশেষ করে যারা বেকার রয়েছেন, আমি পরামর্শ দিবো এই কুল চাষে যেন বেকার ছেলেরা এগিয়ে আসে।’

বাগানে ঘুরতে আসা এমদাদুল হক বলেন, ‘এমন জায়গাতেও যে এভাবে কুল বাগান করা যায় এটা না দেখলে বিশ্বাস হতো না। আমিও পরিকল্পনা করতেছি সামনের বছওে আমি বাগান করবো। বাগান দেখে আমার মনে হয়েছে কুল এর রাজ্যে চলে এসেছি। এই বাগানা থেকেই আমি পেয়ারা ও মাল্টার চারা সংগ্রহ করব।’

শেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, শেরপুর জেলার পাহাড়ি এলাকায় কুল চাষ করে বেকার যুবক-যুবতীরা অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে।