ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে জাতীয় ভিটামিন এ-ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরন ও পরিকল্পণা সভা অনুষ্ঠিত।
শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসুন সাহা, মেডিকেল অফিসার ডাঃ লীনা আক্তার, মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর আলম, পরিসংখ্যানবিধ এনামুল হক প্রমুখ।
সভায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।