তেলসমৃদ্ধ নরওয়ে বৃহস্পতিবার ইউক্রেনের জন্য ৭৫ বিলিয়ন ক্রোনার মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। মার্কিন ডলারে যার পরিমান ৭ দশমিক ৪ বিলিয়ন। প্যাকেজটি পাঁচ বছরের জন্য প্রসারিত হবে বলে জানা গেছে। এই অর্থ সামরিক এবং মানবিক সহায়তার মধ্যে সমানভাবে ভাগ করা হবে এবং প্রতি বছর প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হবে।ইউক্রেনের জন্য ন্যানসেন সাপোর্ট প্রোগ্রাম নামে পরিচিত এই প্যাকেজটি নরওয়ের পার্লামেন্টের সর্বোচ্চ আইনসভা স্টরটিংয়ে ১০ জন দলীয় নেতার সমর্থন পেয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরও রয়েছেন। তবে কিছু সমর্থন সামরিক ব্যয়ের জন্য নির্ধারিত হওয়ায় পার্লামেন্টের আটটি আসন দখল করে থাকা সমাজতান্ত্রিক রেড পার্টি এই অনুদানের বিরোধিতা করেছে।
নেতারা বলেছেন, এই সহায়তাটি দেশের তেলের রাজস্ব থেকে অর্থায়ন করা হবে এবং নরওয়ের অর্থনীতিকে প্রভাবিত করবে না।পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নিন্দা জানাতে এবং ইউক্রেনের জনগণের বৈধ লড়াইয়ে তাদের রক্ষার সমর্থনের জন্য আমরা একসঙ্গে দাঁড়িয়েছি।’
এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও লিংকের মাধ্যমে ১৬৯ আসনের পার্লামেন্টে ভাষণ দেন এবং অনুদানের জন্য নরওয়েকে ধন্যবাদ জানান।
জেলেনস্কি বলেন, ‘আপনাদের নীতিগত ও অটল সমর্থন এবং হাজার হাজার ইউক্রেনীয়র প্রাণ বাঁচানোর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রতিরক্ষায় নরওয়েজিয়ান সহায়তার কারণে যে জিনিসগুলো বাস্তবে পরিণত হয়েছে তার জন্যও।’তিনি আরো বলেন, ‘আপনি এমন একটি রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তার নজির স্থাপন করছেন যা তার স্বাধীনতা রক্ষা করবে।’
সূত্র : আনাদোলু