ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে জেলেদের জালে ধরা পড়লো ১৩ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ (কাছিম)। বুধবার দুপুরে ধনুনদীতে সদরের গাবতলা আলগা বাড়ি গ্রামের শফিকুল মিয়ার বড়বেড় জালে কচ্ছপটি ধরা পড়ে। বিকালে ইটনা বড়বাজারের কচ্ছপটি বিক্রি করতে গেলে শতশত উৎসুক জনতা কচ্ছপটি এক নজর দেখতে ভীড় জমান। আনন্দপাড়া গ্রামের তোফাজ্জল মিয়া বলেন এর আগে এত বড় কচ্ছপ আমরা এ এলাকায় কখনো দেখিনী। পরে ১২ হাজার ৫ শত টাকা দিয়ে নগরহাটি গ্রামের মাছ ব্যবসায়ী নিরঞ্জন পাল কচ্ছপটি কিনে নেন। তিনি জানান কচ্ছপটি ১৪ হাজার টাকায় বিক্রি করার আশা করছি।
সংবাদ শিরোনাম
ইটনায় ধনুনদীতে জালে ধরা পড়লো বিরল প্রজাতির কচ্ছপ
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- ১৫১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ