বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৩ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) কমিটির পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন।
গত ৭ জানুয়ারি বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক বছরের জন্য পুনরায় অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়েছেন তারা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মেও সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি বিপিএসএ’র ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। যা আজ প্রকাশ করা হলো।