চলতি মাসে ঢাকায় আসছেন দুই মার্কিন কর্মকর্তা

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ড।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এপ্রিলে ওয়াশিংটন যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার এডমিরাল এইলিন লুবাচার এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকা সফর করেছেন।

জানা যায়, ডেরেক শোলে আসছেন রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনার জন্য। আর কারা ম্যাকডোনাল্ডের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর