মদনে বাবুল হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ নেত্রকোণা মদন পৌর শহরের মদন বাজারের মুদি দোকান ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস (৪০) ২০২২ সালের ২৫ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের চুরির আঘাতে মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঐ দিন রাত আনুমানিক ১০ টার কাছাকাছি সময়ে প্রতিদিনের ন্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের দ্বারা ছুরিকাঘাত হয়ে হরি মন্দিরের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে, স্থানীয় লোকজন দেখতে পেয়ে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পর দিন নিহতের স্ত্রী চম্পা রানী দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন।
মৃত বাবুল চন্দ্র দাস মদন পৌর শহরের ৪নং ওয়ার্ডের মদন গ্রামের হিন্দু পাড়ার বাসিন্দা মৃত হেমচন্দ্র দাসের ছেলে। তিনি ৩মেয়ে ও ১ছেলে সন্তানের পিতা ছিলেন।
হত্যাকান্ডের ১মাস ৮দিন পর একই বাড়ীর জয় চন্দ্র দাসের দুই ছেলে নিপেন্দ্র চন্দ্র দাস (৫৮) ও সুনুকুল চন্দ্র দাস (৫২) কে পুলিশ গ্রেপ্তারের পর আজ ৩ফেব্রুয়ারী কোর্টে প্রেরণ করেন।
নিহতের মা আক্ষেপ করে বলেন, আমার ছেলের মৃত্যুর পূর্বে জমি নিয়ে জয় চন্দ্র দাসের পরিবারের লোকজনের সাথে আমাদের বিরোধ  চলছিলো। বিভিন্ন সময় আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিতো। আমার এমাত্র ছেলের হত্যার বিচার চাই।
নিহতের স্ত্রী চম্পা রাণী দাস কান্না জরিত কন্ঠে বলেন, আমার স্বামীর মৃত্যুর পর সকল আত্মীয় স্বজন আসলেও সুনুকুল চন্দ্র দাসের ছেলে সাগর চন্দ্র দাস কয়েক দিন বাড়িতে আসেনি। এই বিষয়টি যেনো প্রশান নজরে আনে। আমার স্বামীর হত্যাকাণ্ডের সাথে যেবা যারা জরিত তাদের শাস্তি দাবি করছি।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, বাবুল চন্দ্র দাসের হত্যার ঘটনা দুই জনকে গ্রপ্তারের পর কোর্টে প্রেরণ করা হয়েছে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর