শরীরের যেসব উপকার পেতে আনারস খাবেন

কমবেশি আমরা সবাই ফল খাই। তবে কেউ কি আর হিসেব কষে খাই কোন ফলে কি উপাদান আছে? আর কোন উপাদান শরীরের কি উপকারে আসে? যদি জানি, তবে নিয়মিত খাদ্য তালিকায় কোন না কোন ফল যোগ করবো আমরা।

যেমন এর মধ্যে আনারস অন্যতম।
শুধুই কি টক স্বাদের ফল এটি! এর যে কত উপকারিতা, তা আমরা অনেকেই জানি না। চলুন জেনে নেওয়া যাক আনারসের গুণাগুণ সম্পর্কে।

পুষ্টির অভাব দূর করে আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এ সব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে দেহে এ সব পুষ্টি উপাদানের অভাব থাকবে না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর