ইটনায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পরিদর্শনে অতিরিক্ত সচিব মজিবুল হক

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় ২২ থেকে ৩১ জানুয়ারী ২০২৩ ইং জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। মঙ্গল বার সকালে ঢাকা থেকে সড়ক পথে হাওড়ের মিঠামইন ও অষ্ট্রগ্রাম উপজেলা পরিদর্শন শেষে বিকালে ইটনা সদরের পুর্বগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শনসহ দুটি প্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তার ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়, স্বাস্থ্য শিক্ষা বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ অতিশ দাস রাজিব, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক হাসিনা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ লিনা আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর