ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় মাদক সিন্ডিকেটের সদস্য ও ইটনা থানার একাধিক মাদক মামলার আসামী কাজল মিয়া (২৭) কে মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামী মৃগা ইউনিয়নের কাটিয়ার কান্দা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
সোমবার বিকালে এ দণ্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার। মোবাইল কোর্ট সুত্রে জানাযায় কাজল মিয়া দীর্ঘদিন যাবত মৃগা ইউনিয়নের আশপাশে মাদক সিন্ডিকেটের সদস্য হিসেবে মাদক কেনা বেচা ও সেবন করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মাদক আইনে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা থানার এসআই লুৎফর রহমান, এসআই নাজমুল সাকিব , ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী উজ্জল মিয়া প্রমুখ। অন্যদিকে দুপুরে সদরের বড়বাজারে ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয় হয়। এ সময় বাজারের কয়েকজন ব্যবসায়ী কে ট্রেড লাইসেন্স না থাকা, সরকারী বিধি নিষেধ অমান্য করে ব্যবসা করায় অর্থদন্ত করা হয়।