ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় চৌগাংগা ইউনিয়নে বিনা অপরাধে বয়োজ্যেষ্ঠ মুরব্বী সহ ৮ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেন। আজ ১৭ জানুয়ারী মঙ্গল বার সকালে চৌগাংগা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বাজারের ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান। তিনি বলেন গত ৩ জানুয়ারী বাজারের ব্যবসায়ী মোঃ হাসান কবির (৪৫) রাত ১০টার দিকে নিজ প্রতিষ্ঠানে দুতালা থেকে সিড়িতে নামার সময় পা পিচলে মারাত্মক আহত হয়। বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই কিশোরগঞ্জ সদর হাসপাতালের ভর্তী করা হয়। আহতের ঘটনা জানিয়ে হাসান কবিরের ছোট ভাই মোঃ আনিসুর রহমান তার নিজ নামে ফেইসবুক আইডিতে “আমার বড় ভাই মোঃ হাসান রাত ১০টায় বাসার ছাদ থেকে পড়ে আঘাত পায়,আমরা এখন কিশোরগঞ্জের পথে” ট্যাটাস লিখে দোয়া চায়। ঘটনার ৩দিন পর ৬ জানুয়ারী আহতের ঘটনাকে মিথ্যা দুর্বত্তদের হামলা সাজিয়ে স্থানীয় ৮ ব্যাক্তির নামে ইটনা থানায় মামলা দায়ের করে। যা শুনে এলাকাবাসী হতবাক হয়েছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। চৌগাংগা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুষিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হউক। যারা নিরপরাধ তাদের কে অব্যাহতি দেওয়া হউক। সাবেক চেয়ারম্যান আবদুল আলী বলেন এ সাজানো মামলা প্রত্যাহার চাই। না হলে আমরা এ ঘটনায় এলাকাবাসীকে সাথে নতুন কর্মসূচী ঘোষনা করবো।
সংবাদ শিরোনাম
মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে ইটনায় এলাকাবাসীর মানববন্ধন
- Reporter Name
- আপডেট টাইম : ১০:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- ১৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ