আগামী ৪ ফেব্রুয়ারি আবারও আদালতে তোলা হবে বাংলাদেশের অর্থ পাচারকারী প্রশান্ত কুমার (পিকে) হালদার ও তার সহযোগীদের। পরবর্তী নির্ধারিত এই তারিখ পর্যন্ত তারা জেল হেফাজতে থাকবেন। কলকাতার নগর দায়রা আদালতের সিবিআই স্পেশাল কক্ষ-৩ এর বিচারক শুভেন্দু সাহা এ আদেশ দেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভারতীয় আর্থিক তদন্তকারী বাহিনীর (ইডি) হাতে গ্রেপ্তার আসামীদের আদালতে তোলা হয়। সবশেষ এই পিকে হালদার ও তার সহযোগীদের ২০২২ সালের ৮ ডিসেম্বর আদালতে তোলা হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার পিকে হালদার ও তার সহযোগী প্রাণেশ কুমার হালদারের পক্ষে নতুন করে জামিনের আবেদন করেন আইনজীবী বিশ্বজিত মান্না। জামিন প্রশ্নে আদালত আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
অবৈধ অর্থ ও দুর্নীতি দমন আইনে মামলার ব্যাপারে আসামীদের আইনজীবী বিশ্বজিৎ মান্না বলেন, যে মামলা হয়েছে তাতে বিচারককে হয় জামিন দিতে হবে নয়তো সর্বোচ্চ ৭ বছরের জেল হবে।