ইউক্রেনকে আরও ৪শ’ কোটি ডলারের মার্কিন সহায়তা

রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে আরও পৌনে ৪শ’ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া নতুন করে আরও ৫ লাখ সেনা মোতায়েন করছে বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দারা।

স্থানীয় সময় শুক্রবার এই সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করে হোয়াইট হাউস।

জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীকে আধুনিক করার পাশাপাশি দীর্ঘ মেয়াদে যুদ্ধের সক্ষমতা অর্জনের জন্য এই সহায়তা দেয়া হয়েছে।

এরমধ্যে রয়েছে- আর্টিলারি সিস্টেম, সাঁজোয়া যান, সারফেস টু এয়ার মিসাইল ও গোলাবারুদ।

এদিকে কিয়েভের গোয়েন্দাদের দাবি, চলতি মাসেই নতুন করে আরও ৫ লাখ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে এসব সেনা মোতায়েন করা হবে বলে ধারণা করছে তারা।

যদিও মস্কো নতুন করে সেনা মোতায়েনের এই দাবি নাকচ করে দিয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর