হাওর বার্তা ডেস্কঃ আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন লিওনেল মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচে নাটকীয়তা শেষে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা।
রোববার লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ম্যাচের প্রথমার্ধ ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে সমতা থাকে। সেখানে জোড়া গোল করেন মেসি। পরে টাইব্রেকারেও একটি গোল উপহার দেন।
পুরো আসরে আর্জেন্টিনাকে প্রায় একাই ফাইনালে তোলা ও ফাইনালে দারুণ খেলা মেসি কাতার বিশ্বকাপে মোট ৭টি গোল করেন। এছাড়া দলের ৩টি গোলে সহায়তাও করেন তিনি। তার থেকে মাত্র বেশি গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতেন লিওনেল মেসি।